দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮১২টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২২৬ জনের।
এর আগের ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয় ১২৪ জনের।
রোববার (২৯ আগস্ট) বিভাগীয় স্বা¯’্য পরিচালকের দফতর এ তথ্য জানায়।
২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বো”চ তিনজন করে মৃত্যু হয়েছে খুলনা ও যশোরে। অন্য জেলাগুলোর মধ্যে বাগেরহাট, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় মারা গেছেন একজন করে।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৮ হাজার ৪৮০ জনের শনাক্ত হয়েছে।
বিভাগীয় স্বা¯’্য অধিদফতরের সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় সর্বো”চ ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে খুলনাতে। ান্য জেলাগুলোর মধ্যে বাগেরহাটে ১৯ জন, সাতক্ষীরায় ১২ জন, যশোরে ৩৩ জন, নড়াইলে ২০, মাগুরায় ১১ জন, ঝিনাইদহে ২৪ জন, কুষ্টিয়া ১২ জন, চুয়াডাঙ্গায় ১৮ ও মেহেরপুরে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত বছরের ১৯ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ২ হাজার ৯৮৯ জন।
একই সময়ে সু¯’ হয়েছেন ৯৬ হাজার ৫১১ জন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি