December 22, 2024, 9:28 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত ৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১২৪ জনের। আর সুস্থ হয়েছেন ৬২৮ জন। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় ১০ জনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ৩১৩ জনের।
শনিবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।
শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত খুলনা বিভাগে আরটি-পিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে মোট ৯৪৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ১৩ দশমিক ১৪ শতাংশ। এই সময়ে জিন এক্সপার্ট মেশিনে কোনো নমুনা পরীক্ষা হয়নি। আগের ২৪ ঘণ্টার চেয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪২টি নমুনা কম পরীক্ষা হয়েছে। আগের দিন শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৭৬।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। ঐ সময় থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৮ হাজার ২৫৪ জন। শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে খুলনা। এই জেলায় ২৭ হাজার ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এরপর যশোরে ২১ হাজার ৪৮ জনের এবং কুষ্টিয়ায় ১৭ হাজার ৫৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে কম ৪ হাজার ১১ জনের করোনা শনাক্ত হয়েছে মেহেরপুরে।
বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৫ হাজার ৯২০ জন করোনা রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বিভাগে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও প্রতিদিনই কমছে। শনিবার বাসা ও হাসপাতাল মিলিয়ে বিভাগের ১০ জেলায় করোনা রোগীর সংখ্যা ৯ হাজার ৩৫৪ জন।
বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৯৮০। মৃত্যুর হার ২ দশমিক ৭৫। মারা যাওয়া সর্বশেষ ৯ জনের মধ্যে খুলনা ও ঝিনাইদহে ৩ জন করে, কুষ্টিয়ায় ২ জন ও যশোরে ১ জন রয়েছেন। খুলনা জেলায় সর্বোচ্চ ৭৫৪ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ কুষ্টিয়ায় ৭২৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া যশোরে ৪৫৩, ঝিনাইদহে ২৫৮, চুয়াডাঙ্গায় ১৮৬, মেহেরপুরে ১৭৮, বাগেরহাটে ১৩৯, নড়াইলে ১১৩, সাতক্ষীরায় ৮৮ ও মাগুরায় ৮৮ জনের মৃত্যু হয়েছে।
২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১২৪ জন করোনা রোগীর মধ্যে সর্বোচ্চ ৪৫ জন চুয়াডাঙ্গার। এ ছাড়া খুলনায় ২৯, ঝিনাইদহ ১৬, যশোরে ১৩, বাগেরহাটে ২, মাগুরায় ১, সাতক্ষীরায় ৪, মেহেরপুরে ১৩ ও কুষ্টিয়ায় একজনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে নড়াইলে কোনো নমুনা পরীক্ষা হয়নি।
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১২৭৬াট নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১২৪ জনের। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে ১৯৮৬াট নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয় ৩১৩ জনের।
২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ তিনজন করে মৃত্যু হয়েছে খুলনা ও ঝিনাইদহে। এছাড়া কুষ্টিয়ায় দুইজন ও যশোরে একজন মারা গেছেন।
শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত বিভাগের জেলাগুলোতে এ মৃত্যু ও শনাক্তের ঘটনা ঘটে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে এ তথ্য জানা যায়।
২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া খুলনায় ২৯ জন, বাগেরহাটে ২ জন, সাতক্ষীরায় ৪ জন, যশোরে ১৩ জন, মাগুরায় ১ জন, ঝিনাইদহে ১৬ জন, কুষ্টিয়া ১ জন ও মেহেরপুরে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত বছরের ১৯ মার্চ থেকে বিভাগে আজ সকাল পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯৮০ জন।
সংক্রমণের শুরু থেকে বিভাগের মধ্যে খুলনায় করোনায় সর্বোচ্চ ৭৪৬ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৭১৭ জনের।
আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৫ হাজার ৯২০ জন।।
Leave a Reply