December 22, 2024, 8:24 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্য ুহয়েছে। একই সময়ে ২৫৬ টি নমুনা পরীক্ষা করে ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ দশমিক ৬৭ শতাংশ।
এর আগর ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্য ুহয়েছিল এবং ২৭৯ টি নমুনা পরীক্ষা করে ৫৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ১৯ দশমিক ৩৫ শতাংশ।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। এইসময়ে জেলায় সুস্থ হয়েছেন ৯৭ জন।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, মারা যাওয়া করোনা রোগী কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আশরাফুল ইসলাম জানান, বর্তমানে হাসপাতালে ১০২ জন রোগীভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন এক হাজার ২৫৪ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫৫১ জন এবং মারা গেছেন ৭১৫ জন।
Leave a Reply