দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মঙ্গলবার কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিভিন্ন সরকারী অফিস ও কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুল ইসলাম। এ সময় তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারী কার্যক্রমের বিভিন্ন পর্যায় ও অগ্রগতি পর্যালোচনা করেন।
এ সময় তিনি আমার বাড়ি আমার খামার প্রকল্প উদ্ধোধন করেন। সেখানে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, খোকসা পৌরসভার মেয়র তারিকুল ইসলাম প্রমুখ।
জেলা প্রশাসকের পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি সার্টিফিকেট মামলার জটিলতা হ্রাস, উন্নয়নমূলক কাজের সমন্বয়সহ অফিস ব্যবস্থাপনার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে তিনি উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এসময় তিনি রেকর্ড সংশোধন, খাস জমি বেদখলুক্তকরণসহ ভূমি সেবা সহজীকরণ বিষয়ে মূল্যবান অভিমত প্রদান করেন। এরপর তিনি কমিউনিটি ক্লিনিক, দু'টি উন্নয়ন প্রকল্প ও খোকসা পৌরসভা দর্শন করেন। এরপর হেলালপুর ও ওসমানপুর আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন এবং কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত লোকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী এঁর উপহারসামগ্রী বিতরণ করেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি