প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২১, ৯:১৩ পি.এম
খোকসায় গড়াই নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক
হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় গড়াই নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম। মঙ্গলবার (২৪ আগষ্ট) দুপুরে উপজেলার ওসমানপুর ইউনিয়নের ভাঙ্গন কবলিত বেশ কয়েকটি জায়গা তিনি পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন, উপজেলা সহকারী অফিসার (ভুমি) ইসাহাক আলী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।
প্রতি বছরের ন্যায় এবারও গড়াই নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। পদ্মার শাখা নদী গড়াই পানি বৃদ্ধির কারণে গড়াই নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে যাচ্ছে। পানি বৃদ্ধির কারণে গড়াই নদীর দু'পাড়ের মানুষগুলো আতংকে দিন অতিবাহিত করছে। এমত অবস্থায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বালির জিও ব্যাগ ফেলে ভাঙ্গন কবলিত এলাকা রক্ষা করার চেষ্টা চালাচ্ছে। এ সকল কার্যক্রম সরেজমিনে পরিদর্শনে কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম নিজে এসেছিলেন গড়াই নদীর ভাঙ্গন কবলিত এলাকায়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি