প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৭:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২১, ২:০১ পি.এম
খোকসায় টিকা কেন্দ্রে হাজারো মানুষ
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা/
খোকসায় টিকাকেন্দ্রে টিকা নিতে উপচে পড়ছে হাজারো মানুষ। উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার শত শত মানুষ প্রায় একযোগে জড়ো হচ্ছেন টিকা নিতে।
সোমবার (১৩আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ টিকাদান কেন্দ্রে এসএমএস এর জন্য দুইটি লাইন ও সাধারণ টিকা কেন্দ্র জন্য দুটো লাইনে প্রায় ছয় শতাধিক নারী-পুরুষ দিনব্যাপী অপেক্ষা করে। সকলকে ঠিকানা দিয়ে বাড়ি ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার প্রেমাংশু বিশ্বাস।
তিনি বলেন, টিকা কার্যক্রম শুরু থেকে আজ সোমবার পর্যন্ত উপজেলার ২৫ হাজার ৭৭ টি টিকার ডোজ প্রদান করা হয়েছে। বর্তমানের সিনো ফার্মের প্রথম এবং দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে। এই টিকা কার্যক্রমে প্রতিদিন ৫'শ থেকে ৬'শ জন ব্যক্তির টিকা প্রদান করা হচ্ছে।
এদিকে টিকা নিতে আসা বিভিন্ন এলাকা থেকে ব্যাক্তিদের অভিযোগ টিকা কার্যক্রমে সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
অপরদিকে টিকা কার্যক্রম সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে এছাড়াও হাসপাতালে স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি