প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ২:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২১, ৯:৩৫ পি.এম
সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূলে খোকসায় ইসলামিক ফাউন্ডেশনের ওরিয়েন্টেশন
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক.খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূলে ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
সোমবার (২৩ আগষ্ট) দুপুরে উপজেলা মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের কুষ্টিয়া জেলা উপ-পরিচালক মোঃ আজমল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন।
খোকসা উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ জালাল উদ্দিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা করেন ইসলামী ফাউন্ডেশন কুষ্টিয়া অফিস হিসাবরক্ষক আব্দুস সোবাোহান অফিস সহকারি মোঃ আবু আইয়ুব আনসারী প্রমূখও।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ্ উদ্দীন বলেন, শান্তির বাণী পবিত্র কোরআনের সঠিক অর্থ মুসল্লিদের মাঝে তুলে ধরে দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় ইসলামিক ফাউন্ডেশন এর জেলা উপ পরিচালক মোঃ আজমল হক বলেন, মুসল্লিদের সবচেয়ে কাছের ধারক বাহক হিসাবে আপনারা এ কাজ করেন। আপনাদের গ্রহণযোগ্যতাই ইসলামের মর্মবাণী তাদের কর্ণকুহরে পৌঁছায়। সবাস থেকে জঙ্গিবাদ সন্ত্রাস নির্মূলে আপনারাই প্রথম সারির ভূমিকা রাখতে পারেন।
উক্ত ওরিয়েন্টেশনের উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০ জন বাছাইকৃত প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম-মুয়াজ্জিন গণ উপস্থিত ছিলেন।
পরে সকল মুসলিম উম্মার সুখ শান্তি ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউণ্ডেশন খোকসা উপজেলা মডেল কেয়ারটেকার হাফেজ সালাহউদ্দীন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি