দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৭৯ জনের। এর আগের ২৪ ঘন্টায় ১৬ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ৩৩২ জনের।
১০ জেলায় মারা যাওয়া ১০ জনের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এ ছাড়া নড়াইলে দুইজন ও বাগেরহাটে একজন মারা গেছেন।
রবিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত বিভাগের জেলাগুলোতে এ মৃত্যু ও শনাক্তের ঘটনা ঘটে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে এ তথ্য জানা যায়।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। ঐ সময় থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৬ হাজার ৯৪৪ জনের শনাক্ত হয়েছে ।
গত ২৪ ঘন্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ শনাক্ত হয়েছে কুষ্টিয়ায় ১০২ জন।
একই সময়ে শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনায় ৭৬ জন, বাগেরহাটে ৬ জন, যশোরে ৭৬ জন, সাতক্ষীরায় ২৫, চুয়াডাঙ্গায় ৮ জন, মেহেরপুরে ১৩ জন, নড়াইলে ১৬ জন, মাগুরায় ২১ জন ও ঝিনাইদহে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত বছরের ১৯ মার্চ থেকে বিভাগে আজ সকাল পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯২৯ জন ।
বিভাগের মধ্যে খুলনায় করোনায় সর্বোচ্চ ৭৪১ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৭০৭ জনের। এ ছাড়া যশোরে ৪৪৪, ঝিনাইদহে ২৫১, চুয়াডাঙ্গায় ১৮৫, মেহেরপুরে ১৭৬, বাগেরহাটে ১৩৯, নড়াইলে ১১২, সাতক্ষীরায় ৮৭ ও মাগুরায় ৮৭ জনের মৃত্যু হয়েছে।
আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯২ হাজার ৯৩২ জন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি