প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৭:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২১, ৮:১৯ পি.এম
খোকসায় মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় এক মাদক ব্যবসায়ীকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জানাগেছে, শনিবার দুপুরে উপজেলার শোমসপুর ইউনিয়নের সাতপাকিয়া গ্রামের আফসার শেখের ছেলে আব্দুল শেখ (৪০) কে ২০ গ্রাম গাজা সহ স্থানীয় এলাকাবাসী গ্রেফতার করে। পরে এলাকা বাসীর কাছ থেকে থানা পুলিশের এসআই নাজমুল হক আসামি কে উদ্ধার করে। খোকসা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (ভূমি) এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসাহাক আলী গাজা সেবন ও বিক্রয়ের অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(গ) ধারা লংঘনের দায়ে ৩৬(১) সারণির ২১ নং ক্রমিক মোতাবেক ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫'শ টাকায় উভয় দণ্ড প্রদান করেন।
পরে আসামীকে শনিবার বিকালে কুষ্টিয়া জেলা কারাগারে প্রেররন করা হয়েছে বলে জানান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি