প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২১, ৮:৪৬ পি.এম
খোকসায় সড়ক দুর্ঘটনায় আহত -২
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের জামতলা নামক স্থানে মোটরসাইকেল ও ভ্যান এর মুখোমুখি সংঘর্ষে দুই জন আহত হওয়ার সংবাদ জানা গেছে।
স্থানীয় এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার (২০আগষ্ট) সন্ধ্যা ছয়টার সময় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের জামতলা নামক স্থানে মোটরসাইকেল আরোহী রাজমিস্ত্রি সহকারী কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের মধুপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে বিপ্লব (২২) এর সাথে ভ্যান চালক পাইকপাড়া মির্জাপুর গ্রামের মৃত জনে মৃদ্ধা'র ছেলে আব্দুল মৃধা (৬৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন গুরুতর আহত হয়। স্থানীয় এলাকাবাসী আহত ২ জনকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার প্রেমাংশু বিশ্বাস দু'জনকেই প্রাথমিক চিকিৎসা দেয়। ভ্যানচালক আব্দুল মৃধা কে হাসপাতালে ভর্তি করেন ও মটারসাইকেল আরোহী বিপ্লব কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ভ্যানচালক আবুল মৃধার অবস্থা গুরুতর বলে জানান।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভ্যান ও বাস সাইকেল দুটি স্থানীয়রা উদ্ধার করে জামতলা একটি দোকানে রেখেছে বলে জানা গেছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি