October 30, 2024, 10:14 pm
জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় খোলা বাজারে বিক্রির জন্য বরাদ্দ খাদ্য বান্ধব কর্মসূচির (ওএমএস) ২৭ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১ টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা স্কুলপাড়ার আব্দুস সামাদের বাড়ি থেকে চালের বস্তাগুলো উদ্ধার করা হয়। ওই ঘটনায় বাড়ির মালিক আব্দুস সামাদকে আটক করেছে পুলিশ। সে একই গ্রামের মৃত সোনা শেখের ছেলে।
সরকারি চাল শর্তভেঙ্গে আত্মসাৎ করা হচ্ছে সন্দেহে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে, আটককৃত আব্দুস সামাদের দাবি, ওই চাউল তার চাচাতো ভাই ওএমএস ডিলার যুবলীগ নেতা আজাদ আলী তার বাড়িতে রেখেছেন।
স্থানীয়রা জানান, খোলা বাজারে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য বরাদ্দ পাওয়া ২৭ বস্তা চাল আত্মসাত করা হচ্ছে বলে সন্ধ্যা থেকেই গুঞ্জণ ওঠে তালতলা এলাকায়। এক পর্যায়ে স্থানীয়দের সহযোগীতায় রাত ১টার দিকে তালতলার আব্দুস সামাদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। জব্দ করা হয় ২৭ বস্তা চাল। তাৎক্ষণিক সন্তোষজনক জবাব দিতে না পারায় আব্দুস সামাদকে আটক করে সদর থানায় নেয়া হয়। সরকারি চাউল আত্মসাতের খবর ছড়িয়ে পড়লে রাতেই ভীড় জমান উৎসুক জনতা।
আটক আব্দুস সামাদ জানান, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে আমার বাড়িতে চালগুলো রেখে যায় আমার চাচাতো ভাই আজাদ আলী। সে আমাকে বলে, চালগুলো তোমার বাড়িতে রাখ ৪/৫ দিন পর এসে নিয়ে যাবো। আমি আর কিছুই জানিনা।
এ বিষয়ে তালতলা এলাকার ওএমএস’র ডিলার আজাদ আলী বলেন, চালগুলো আমার বাড়িতে থাকলেও সেখানে রাখা নিরাপদ না। সে কারণে আমি ২৭ বস্তা চাল আমার চাচাতো ভাই আব্দুস সামাদের বাড়িতে রেখে দিই। এটা আত্মসাতের কোন বিষয় না।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাতে আব্দুস সামাদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার ঘর থেকে সরকারি ওএমএস’র ২৭ বস্তা চাল উদ্ধার করে। এ ঘটনায় আব্দুস সামাদ নামের একজনকে আটক করা হয়েছে। তার চাচাতো ভাই আজাদ আলী তার বাড়িতে চালগুলো রেখে যায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে সামাদ।
প্রকৃত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply