December 22, 2024, 8:50 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদের প্রতিষ্ঠাতা কাজী আরেফ হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত রওশন ওরফে আলী ওরফে উদয় মল্লিককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে তাকে রাজশাহী থেকে আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান বিষয়টি নিশ্চিত করেন।
১৯৯৯ সালের ফেব্রæয়ারিতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সন্ত্রাসবিরোধী সমাবেশ চলাকালে গুলি করে কাজী আরেফকে হত্যা করে সন্ত্রাসীরা। ২০০৪ সালে কুষ্টিয়ার জেলা জজ আদালত ১০ জনকে ফাঁসি ও ১২ জনকে যাবজ্জীবন কারাদন্ড দেন। ইতোমধ্যে তিনজনের ফাঁসি কার্যবর হয়েছে যশোর সেন্ট্রাল জেলে। এরা হলো সাফায়াত হোসেন হাবিব, আনোয়ার হোসেন ও রাশেদুল ইসলাম ঝন্টু।
Leave a Reply