প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৭:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২১, ৬:২৯ পি.এম
খোকসায় তিন বিল নার্সারীতে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত
হুমায়ুন কবির/
২০২০-২০২১ অর্থবছরের রাজস্ব খাতের বিল নার্সারি প্রকল্পের আওতায় কুষ্টিয়ার খোকসা উপজেলার তিনটা বিলে সাড়ে চার লক্ষ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার (১৮ আগষ্ট) সকালে উপজেলা মৎস্য অফিসের তত্ত্বাবধায়নে কুষ্টিয়ার খোকসা উপজেলায় শিমুলিয়া ইউনিয়নের উত্তর শিমুলিয়া সৈয়বাধা দিলে দেড় লক্ষ মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়াও শোমসপুর ও নারায়নপুর বিলে দেড় লক্ষ করে মোট সাড়ে চার লক্ষ টি মাছের পোনা অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সবুজ কুমার সাহা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসাহাক আলী, উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার পলাশ চন্দ্র রায় সহ উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী ও লিফগণ।
উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান জানান এ বছর অর্থবছরে উপজেলার এই তিনটি বিল নার্সারিতে রুই কাতলা মৃগেল সিলভার কাপ সহ বিভিন্ন প্রজাতির চার থেকে পাঁচ সেন্টিমিটার লম্বা সাড়ে চার লক্ষ মাছের পোনা অবমুক্ত করা হয়।
এসময় উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ্ উদ্দীন বলেন, সরকারের এসকল প্রকল্পের আওতায় উপজেলার সাধারণ মানুষের (বিল কেন্দ্রিক মাছ আহরণ) পুষ্টি চাহিদা পূর্ণ হবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি