দৈনিক কুষ্টিয়া প্রতিবেদকঃ
বুধবার দুপুরে দৌলতপুর উপজেলার চিলমারী ইউপির দক্ষিণ খারিজারথাক গ্রামে বাড়ির পাশের জলাশয়ে ডুবে তাদের মৃত্যু হয়।
মৃত শিশু সিয়াম উপজেলার চিলমারী ইউপির দক্ষিণ খারিজারথাক গ্রামের ছিদ্দিক মোল্লার ছেলে ও ঝুমা আক্তার মনি একই এলাকার জমাদারের মেয়ে।
হায়দারের চর এলাকার টুটুল বিশ্বাস বলেন, আমাদের এলাকায় চারিদিকে এখন পানি আর পানি। বাড়ির পাশেই এ দুই শিশু ডুবে মারা যায়।
চিলমারী ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমেদ জানান, পদ্মা নদীর পানি বেড়ে বন্যার সৃষ্টি হওয়ায় ইউপির চিলমারীর চরান্চলে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। বুধবার দুপুরের দিকে বাড়ির পাশের জলাশয়ে পড়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে শুনেছি।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি