December 22, 2024, 7:00 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
পদ্মা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরাঞ্চলের বিপুলসংখ্যক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ওই উপজেলার রামকৃষ্ণপুর ইউপির ১৭টি গ্রামে পানি ঢুকে পড়েছে। এছাড়া পাশের চিলমারী ইউপির বেশ কিছু বাড়িতে পানি ঢুকেছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হার্ডিঞ্জ সেতু পয়েন্টে আজ মঙ্গলবার সকাল ছটায় পদ্মা নদীর পানি বিপদসীমার ৪৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পাউবো জানিয়েছে, গড়ে প্রতিদিন প্রায় পদ্মায় ১০ সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী কয়েক দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে ধারণা করছে তারা।
রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মণ্ডল বন্যা কবলিত এলাকা ঘুরে এসে জানান, সেখানকার অন্তত ৬০ ভাগ বসতবাড়ি পানিতে তলিয়ে গেছে। এতে এসব গ্রামের বিপুলসংখ্যক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
চিলমারী ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমেদ জানান, তার ইউপিতে বেশ কয়েকটি গ্রাম বন্যা কবলিত হয়েছে।
এ ব্যাপারে দৌলতপুরের ইউএনও শারমিন আক্তার জানান, মঙ্গলবার সকালে রামকৃষ্ণপুর ইউপিতে বন্যার পানি ঢোকার খবর পেয়ে তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ একটি টিম উপদ্রুত এলাকায় পাঠিয়েছেন। তাদের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর বন্যা কবলিত এলাকায় ত্রাণ তৎপরতা সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply