দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া গত ২৪ ঘণ্টায় করোনায় চার জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিন জন করোনায় ও একজন উপসর্গে মারা গেছেন। একই সময়ে ৪৫৭টি নমুনা পরীক্ষা করে ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ১৬ শতাংশ।
আজ মঙ্গলবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম এ তথ্য দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।
তিনি বলেন, 'গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়েছে। একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ১৯৭ জন।'
'করোনায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন' উল্লেখ করে তিনি আরও বলেন, 'বর্তমানে হাসপাতালে ১৯২ জন ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন দুই হাজার ২১৮ জন।'
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ছয় জনের মৃত্যু হয়। একই সময়ে ২৮৮টি নমুনা পরীক্ষায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ১৯ দশমিক ৭৯ শতাংশ।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯২২ জন এবং মারা গেছেন ৬৮২ জন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি