December 21, 2024, 10:56 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া মিরপুর উপজেলায় বেপরোয়া গতির শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। বাসটি খাদে পড়ার আগে এক অজ্ঞাত ব্যক্তি ওই বাস চাপায় নিহত হয়েছেন। সোমবার রাতে মিরপুর পৌরসভার কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রুহুল আমিন জানান, সোমবার বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী শ্যামলী পরিবহনের বেপরোয়া গতির একটি বাস রাত নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাটি কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর বিজিবি ৪৭ ব্যাটালিয় অফিসের কিচ্ছুক্ষণ ক্যান্টিনের বিপরীতে ঘটেছে। একজন অজ্ঞাত ব্যক্তিকে চাপা দেয়ার পরপরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। বাসটিতে ৭জন যাত্রী ছিলেন। এছাড়া ওই বাসের চালক, হেলপার ও সুপারভাইজার ছিলেন। তাদের মধ্যে একজন যাত্রী আহত হয়েছেন।
খবর পেয়ে বিজিবি, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। মরদেহ উদ্ধারের প্রস্তুতি চলমান রয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ওই বাসের যাত্রী দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের গ্রামের নজরুল মালিথা বলেন, কিছুদিন আগে আমার হাত ভেঙে গিয়েছিল। এজন্য ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা থেকে শ্যামলী পরিবহনের বাসে বাড়ি আসছিলাম। এসময় মিরপুর সেক্টরের সামনে চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে একজনকে চাপা দেয় এবং সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। আল্লাহর রহমতে আমরা সাতজন যাত্রী ভালো আছি। কিন্তু একজনের হাত ভেঙে গেছে। চালক বেপরোয়া গাড়ি চালাচ্ছিল। এজন্যই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এবং গাড়িচাপায় একজন মারা যায়।
গাড়ির যাত্রী রাকিব হাসান ও বিল্লাল হোসেন বলেন, গাড়ির চালক বেপরোয়া গাড়ি চালাচ্ছিল। আমরা নিষেধ করলেও সে আমাদের কথা শুনেনি। মুখে থাকতেই এই দুর্ঘটনা ঘটে গেল, একটা প্রাণও ঝরল। আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছে আমাদের যাত্রীরা সবাই ভালো আছে শুধু একজন আহত হয়েছে।
মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রুহুল আমিন বলেন, রাত ১২টা ৫মিনিটের দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। এসে দেখতে পাই একজন অজ্ঞাত পথচারী বাস চাপায় নিহত হয়েছেন। তার সামনেই রাস্তার বিপরীতে শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে ।
Leave a Reply