দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে মোবাইল মেকানিক হত্যা মামলার প্রধান আসামি হামিদুলকে (২৫) গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার সকালে র্যাব-১২ কুষ্টিয়ার একটি দল কুষ্টিয়া শহর থেকে তাকে আটক করে কুমারখালী থানায় সোপর্দ করেছেন।
আটক হামিদুল শেখ কয়া ইউনিয়নের কয়া গ্রামের মৃত লোকমান শেখের ছেলে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার এর সত্যতা নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া -১২ এর একটি দল অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান আসামি হামিদুল শেখকে গ্রেফতার করে কুমারখালী থানায় সোপর্দ করেছেন। এবং আটক আসামিকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য গত ১০ জুলাই মোবাইল ফেরত দেয়াকে কেন্দ্র করে ভাই ও বোন মিলে বাড়িতে এসে বটি দিয়ে কুপিয়ে মোবাইল মেকানিক তৌকিরকে হত্যা করে। এই ঘটনায় তাতক্ষনিক বিল্লু ও তার বোন যুথিকে আটক করে পুলিশ। পরেরদিন নিহতের বাবা বাবলু মালিথা ৯ জনকে আসামী করে কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
Leave a Reply