October 30, 2024, 10:14 pm
মীর রিসান/
কুষ্টিয়ার মিরপুরে উপজেলা জাসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিনাথপুর গোরস্থান মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলহাজ্ব মসলেম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোঃ আব্দুল্লাহ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী। জাতীয় যুবজোট মিরপুর উপজেলার শাখার সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান বিদ্যুৎ এর সঞ্চালনে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মোঃ আফতাব উদ্দীন, উপজেলা জাসদের অন্যতম সদস্য ও কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওমর আলী, সদস্য মোঃ আব্দুল জলিল, মোঃ ফজলুল হক জোয়ার্দার, মিজানুর রহমান মিজান, ছাতিয়ান ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ও যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ শওকত হোসেন মিরুল। এসময় আরো বক্তব্য দেন, কালিনাথপুর গোরস্থান কমিটির সদস্য শাহাবুল ইসলাম মেম্বার, মোঃ বকুল উদ্দিন, মঈন উদ্দিন, মোঃ সাকের আলী, মাওলানা ইয়াকুব আলী, মোঃ তৌহিদুল ইসলাম মাস্টার, জাতীয় যুব জোট মিরপুর উপজেলা শাখার সভাপতি নাজমুল হোসেন, সহ-সভাপতি রেজাউল হক তুফান, সদস্য মোঃ সায়েম আলী, কামরুল ইসলাম, বাংলাদেশ ছাত্র লীগ মিরপুর উপজেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক অপু রায়হান সহ বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু’র পক্ষ থেকে কালিনাথপুর গোরাস্থানে অনুদান হিসেবে তিন লক্ষ টাকা প্রদানের ঘোষনা প্রদান করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী।
Leave a Reply