December 23, 2024, 5:11 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার খোকসা উপজেলার রমানাথপুর স্কুল এন্ড কলেজে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। প্রতিষ্ঠানের উদ্যোগে দিনের শুরুতে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। এরপর স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে ১৫ আগস্ট শহীদদের স্মরণে ভার্চূয়ালী কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের গর্ভনিং বডির সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন স্কুল শাখার সিনিয়র সহকারী শিক্ষক আবু দাউদ, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ও রমানাথপুর স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ মোস্তফা কামাল।
প্রতিষ্ঠানের গর্ভনিং বডির সভাপতি ড. আমানুর আমান দেশের উন্নয়নে জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নির্দেশিত পথে সবাইকে কাজ করে যাওয়ার আহবান জানান। তিনি বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে সততা-নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে।
পরে ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply