দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা/
কুষ্টিয়ার খোকসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনে এর আয়োজনে দিন ব্যপী নানা কর্মসুচীর পালিত হয়। সকাল ৯টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সাড়ে ৯টায় খোকসা সরকারি কলেজ চত্বরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠান এর আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন ।
আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা কামরুজ্জামান সোহেল, থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোঃ আশিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা রাশেদ হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তশর প্রমুখ।
উল্লেখ্য সকাল ৯ টায় উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান ও উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন,উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্বা জানান। সকাল দশ টায় কুষ্টিয়ার-৪ খোকসা- কুমারখালী সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে সকাল সাড়ে দশটার সময় উপজেলা মুক্তিযোদ্ধা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -৪ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আখতা।
পৌরসভার পক্ষে মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, এছাড়া উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংগঠনের প্রধান গন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও যুব ঋণ এর চেক বিতরণ করেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান এবং উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ্ উদ্দীন। এ ছাড়াও সকাল সাড়ে ৯ টায় উপজেলা ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বাদ জোহর উপজেলা জামে মসজিদসহ উপজেলার বিভিন্ন মসজিদে ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত এর আয়োজন করা হয়।
Leave a Reply