December 23, 2024, 12:36 am
জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় রাস্তা পার হতে গিয়ে আলমসাধুর চাপায় জীম খাতুন (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
আজ রোববার দুপুর ২টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এরআগে সকাল ১০ টার দিকে সদর উপজেলার বেগমপুর পুরাতন বাজারে এ দুর্ঘটনা ঘটে। পরে আলমসাধু চালক হৃদয়কে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে আলমসাধুটি। নিহত জীম খাতুন বেগমপুর গ্রামের পুরাতন বাজার পাড়ার আয়তুল্লাহ খমিনের মেয়ে।
নিহত জীমের বাবা আয়তুল্লাহ খমিন জানান, সকালে বেগমপুর পুরাতন বাজারে দোকান থেকে খাবার কিনতে গিয়েছিল জীম খাতুন। বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি আলমসাধু তাকে ধাক্কা দেয়। এতে মাটিতে পড়ে যায় সে। পরে আলমসাধুর পিছনের চাকার পিষ্ট হয় জীম। তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যায় সে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, শিশু জীমের মাথাসহ বিভিন্নস্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করার পর দুপুরে মারা যায় সে। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে তার মরদেহ বাড়ি নিয়ে যায় পরিবারের সদস্যরা।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে আলমসাধু চালককে সতর্ক করে অব্যাহতি দেয়া হয়েছে।
Leave a Reply