October 30, 2024, 10:12 pm
আব্দুল আলিম ভেড়ামারা/
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ এর আওতাধীন কুষ্টিয়ার ভেড়ামারা ৪১০ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে শনিবারসহ দুইদিব্যাপী ২ হাজার পরিবারকে মানবিক সহায়তা হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ পরিচালক সদরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন. ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার, বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, বাহিরচর ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান রওশনারা সিদ্দিকী প্রমুখ।
উল্লেখ্য, রাষ্ট্রীয় মালিকানাধীন “নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড” বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানি হিসেবে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন সময়ে বন্যাদূর্গত ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ, আর্থিক সহায়তা প্রদান, গরিব ও অসহায়দের মাঝে ভ্যান ও সেলাই মেশিন প্রদান, গৃহহীনদের গৃহ নির্মাণ সহ বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে আসছে। বর্তমানে সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এই মহামারী মোকাবেলা করা সরকার কিংবা একা কারো পক্ষে সম্ভবপর নয়। সম্মিলিত প্রচেষ্টাই এই মহাসংকট উত্তোরণের পথ হতে পারে। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে “নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড” পূর্বের ন্যয় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
দেশব্যাপী করোনা ভাইরাস কোভিট-১৯ মহামারী প্রতিরোধের জন্য সরকার কর্তৃক ঘোষিত লক ডাউন সময়ে কর্মহীন হওয়া দিনমজুর, গরীর ও অসহায় মানুষ চরম খাদ্য সংকটে রয়েছে। এই সব মানুষদের কষ্ট লাঘবে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ কর্তৃপক্ষ কোম্পানি কার্যক্রমের অংশ হিসেবে গরীব ও অসহায় পরিবাবের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেন। এই প্রেক্ষিতে কোম্পানির আওতাধীন ভেড়ামারা ৪১০ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ ২০০০ বস্তা খাদ্যসামগ্রী গরীব ও অসহায় পরিবাবের মধ্যে বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন। ২০০০ বস্তা খাদ্যসামগ্রী বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের এলাকায় এবং ভেড়ামারা উপজেলার অন্যান্য এলাকার গরীব ও অসহায় পরিবারের মধ্যে বিতরণ করেন।
বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী উল্লেখ করেন যে, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লি: এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকৌশলী এ. এম. খোরশেদুল আলমের একান্ত আন্তরিকতায় এই খাদ্যসামগ্রী মানবিক সহায়তা হিসেবে কর্মহীন হওয়া দিনমজুর, গরীর ও অসহায় দুস্থদের মধ্যে বিতরণ করা হচ্ছে ।
ইতিপূর্বে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ এর আওতাধীন ভেড়ামারা ৪১০ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে কোভিট-১৯, মোকাবেলায় গরিব ও অসহায় জনগণের সাহায্যার্থে তিন পর্যায়ে মোট প্রায় ১৫০০ বস্তা খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। বিভিন্ন সময়ে অত্র বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ল্যাবে তৈরিকৃত প্রায় নয় হাজার (৯০০০) বোতল হ্যান্ড স্যানিটাইজার বিভিন্ন প্রতিষ্ঠানে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে বিতরণ করা হয়েছে।
Leave a Reply