December 23, 2024, 5:38 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
রাজবাড়ী জেলার পাংশা থানার ভাতসালা গ্রামের মোহাম্মদ ইসমাইল মণ্ডলের ছেলে মাহাবুল (১৪) নামে এক (মৃগী রুগী) শিশুর পানিতে ডুবে মৃত্যু সংবাদ জানা গেছে।
শনিবার ভোরে ভাতসালা গ্রামে বাড়ির পাশে বিলে চারোতে মাছ ঝারতে গিয়ে ঐ বিলের পানিতে ডুবে মৃত্যু হয়।
মৃত্যু মাহবুল এর মামা জাহাঙ্গীর জানান, শনিবার ভোর সাড়ে ৬টার দিকে বাড়ির পাশে বিলে মাছ ধরতে গিয়ে হঠাৎ করে মৃগীরোগে আক্রান্ত হয়। স্থানীয়রা মাহবুল কে উদ্ধার করতে দৌড়ে আসলে ততক্ষণে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শনিবার সকাল ৮ টায় খোকসা হাসপাতালে জরুরি বিভাগে আনলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার প্রেমাংশু বিশ্বাস মাহবুল কে মৃত ঘোষণা করে। করেন।
পরে মৃত মাহবুলের স্বজনরা লাশ নিয়ে গ্রামের বাড়ি ভাতসালা নিয়ে যায়।
Leave a Reply