October 30, 2024, 8:02 pm
মীর রিসান/
কুষ্টিয়া মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউপির ৮ নং ওয়ার্ডের শিমুলিয়া থেকে নওপাড়া এলাকার রাস্তা প্রায় দুই যুগ মেরামত হয়নি।অল্প বৃষ্টিতেই চলাচল অযোগ্য কাঁদা পানিতে পরিণত হয় রাস্তা।আবার রৌদে পরিণত হয় ধুলোর স্তূপে।ফুলবাড়িয়া ইউপির বাসিন্দা শুকুর আলীর ছেলে মান্নান গাজী,ফরজ মল্লিক এর ছেলে তৌহিদুল মল্লিক ও আলীমদ্দির ছেলে মজ্জেল মল্লিক।বলেন তিনবার চেয়ারম্যান পরিবর্তিত হয়েছে কিন্ত হয়নি রাস্তার উন্নয়ন।মিরপুর উপজেলা আওয়ামিলীগ এর সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আতাহার ফুলবাড়িয়া ইউপির চেয়ারম্যান থাকাকালীন হয়নি রাস্তা।
এরপর ফুলবাড়িয়া ইউপি বি এন পির সভাপতি টিপু সুলতান ফুলবাড়িয়া ইউপির চেয়ারম্যান থাকাকালীন ও হয়নি রাস্তার উন্নয়ন।ফুলবাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সালাম উদ্দীন এ বিষয়ে বলেন,রাস্তার কিছু অংশ মালিকানা সম্পতি হওয়াতে এবং রাস্তার কোড অন্তর্ভুক্ত না হওয়াতে।শিমুলিয়া থেকে নওপাড়া এলাকার রাস্তা কাজ শুরু হচ্ছে না এছাড়াও তিনি আরো বলেন, করোনার জন্য ছোট ঠিকাদারি কাজের অনুমোদন হচ্ছে না।
এ বিষয়ে মিরপুর উপজেলা জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন ইসলাম বলেন,এলাকাবাসী চরম ভোগান্তিতে রয়েছে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা জাসদ এর সাধারণ সম্পাদক আহম্মদ আলীর সুনজর শিমুলিয়া নওপাড়ার প্রতি সুনজর দরকার।
Leave a Reply