দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।
শাসনের উপজেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সরকারি আধাসরকারি স্বায়ত্তশাসিত শিক্ষাপ্রতিষ্ঠান বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সকাল ৯ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে। সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধু কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ করা হবে। বাদ জোহর উপজেলার সকল মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
এদিকে উপজেলার সকলকে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বলা হয়েছে।
Leave a Reply