দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গা জেলার পৌর শহর বেলগাছি এলাকায় মা-বাবাকে কুপিয় জখম করে নিজেই আত্মহত্যার চেষ্টা চালিয়েছে মাদকাসক্ত যুবক।
পুুলিশ জানিয়েছে মাদকাসক্ত ঐ যুবকের নাম সোহেল হোসেন (২২)। পুলিশ তাকে গ্রেফতার করেছে।
সোহেল আসাবুল ইসলাম ও শাবানা খাতুনের একমাত্র ছেলে, পেশায় একজন রাজমিস্ত্রি।
পুলিশ জানায় অল্প বয়স থেকেই মাদকাক্ত হয়ে পড়ে সোহেল। মাদকের অর্থের জন্য সোহেল মা-বাবাকে নিয়মিত অত্যাচার করত। তাকে নিয়ন্ত্রণে না আনতে পেরে দুই বছরে প্রায় তিনবার তাকে পুলিশের হাতে তুলে দেয়াও হয়। পাঠানো হয় বেসরকারী মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে। কিন্তু ফল হয় না। সম্প্রতি তাকে রাজমিস্ত্রির কাজে লাগিয়ে দেয়া হয়। কিন্তু সেখান থেকে উর্পাজিত অর্থও সে মাদকের পেছনে ব্যয় করে উল্টো মা-বাবার কাছে প্রায় প্রতিদিনই অর্থ দাবি করতে থাকে।
বুধবার রাতে নেশা করে বাড়িতে ফিরে এসে সোহেল তার মায়ের কাছে ২০০ টাকা চান। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে বাগবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে সোহেল হাঁসুয়া দিয়ে কুপিয়ে তার মা ও বাবাকে জখম করেন।
চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে সোহেল নিজের ঘরে প্রবেশ করে ভেতর থেকে দরজা-জানালা বন্ধ করে দিয়ে ঘরে থাকা জিনিসপত্রে আগুন জ্বালিয়ে নিজেকে পুড়িয়ে মারার চেষ্টা চালায়।
খবর পেয়ে টিমসহ ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহাঙ্গীর আলম।
পুলিশ ঘরের দরজা ভেঙে সোহেলকে উদ্ধার করে। তার দেহের বেশ কয়েত জায়গায় পুড়ে গেছে।
পিতা আসাবুল, মা শাবানা ও মাদকাসক্ত সোহেলকে চুয়াডাঙা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি