প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৪:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২১, ৮:৫৯ পি.এম
খোকসায় স্বাস্থ্যবিধি উপেক্ষিত, করোনা শনাক্তের হার বৃদ্ধি!
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
১৯ দিনের সরকারের কঠোর বিধিনিষেধ প্রত্যাহারের দ্বিতীয় দিনেই কুষ্টিয়ার খোকসায় সাধারন জনগনের মাঝে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হয়ে পড়েছে। ফলে উপজেলায় করোনা রোগী সনাক্তের হার বৃদ্ধি পেয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা তথ্য সূত্রে জানা গেছে গত ২৪ ঘন্টায় উপজেলায় নতুন করে ২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এসময়ে করোনা মুক্ত হয়ে সুস্থ হয়েছে ১৫ জন। এ পর্যন্ত উপজেলায় করোনায় মৃত্যু বরণ করেছে ৩৪ জন।বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন ৩৪৭ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিকা স্বল্পতার কারণে দ্বিতীয় দিনের মতো টিকাদান কার্যক্রম বন্ধ ছিল বলে জানা গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল বলেন, উপজেলার ২০ হাজার ব্যক্তিকে করোনার টিকা আওতায় আনা গেছে। বাকি সকল জনসাধারণকেও পর্যাক্রমে টিকার আওতায় আনা হবে বলেও তিনি জানান।
এদিকে স্বাস্থ্যবিধি শিথিল করায় উপজেলার সাধারণ জনগণের অবাধ বিচরণে স্বাস্থ্য বিধি লংঘন হচ্ছে বলে স্থানীয় স্বাস্থ বিশেষজ্ঞদের অভিমত। তারা আরো বলছেন সীমান্তের প্রতিবেশি জেলা হিসাবে কুষ্টিয়ায় ভারতের ডেল্টা ভেরিয়েন্ট গ্রাম পর্যায়ে ছড়িয়ে যাওয়ায় এতটাই বৃদ্ধি পেয়েছে সাধারণ জনগণ স্বাস্থ্য বিধি না মানলে নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে।
অপরদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি বানাতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। গণপরিবহন দোকানপাট শপিংমল সহ সকল বিষয়ে সফল হওয়ায় সাধারণ জনগণের বেশ সরগরম দেখা গেছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি