দৈনিক কুষ্টিয়া অনলাইন/
২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে উপসর্গ নিয়ে মারা গেছেন দুইজন। একই সময়ে ১৭৯টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এর আগের ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়। এদের মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন। একই সময়ে ২৮৯টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৪৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৯৯ জন এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩৮৪ জনে।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৯৪ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৩৭ জন।
নতুন যে ২৩ জন শনাক্ত হয়েছেন তার মধ্যে সদর উপজেলার ৬ জন, আলমডাঙ্গা উপজেলার ৬ জন এবং জীবননগরে ১১ জন রয়েছে।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান এ তথ্য জানান।
তিসি জানান বর্তমানে সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালে রয়েছেন ৬০ জন আর হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৩৮৮ জন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি