December 22, 2024, 9:40 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় এ বছরের প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
আজ সকালে তরিকুল বারী ওরফে বকুল নামের এক ব্যক্তির শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। তার বাড়ি জেলার দৌলতপুর উপজেলার আমদহ গ্রামে। তিনি পেশায় আমদহ মাধ্যমিক বিদ্যালয়ের গ্রš’াগারিক।
বকুলের বাবা আবু বক্কর সিদ্দিক জানান প্রায় পাঁচদিন আগে জ্বর ও তীব্র মাথাব্যথায় আক্রান্ত হন বকুল। সাথে শরীরে তীব্র ব্যাথা। গতকাল বিকেলে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। এরপর আজ তাঁর রক্ত পরীক্ষা করালে ডেঙ্গু শনাক্ত হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন জানান আক্রান্ত ব্যাক্তি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে স্বাস্থ্য বিষেশজ্ঞগণ ডেঙ্গু বিষয়ে সচেতন হবার তাগাদা অনুভব করছেন। তারা বলছেন এটাও মারাত্মক আকার ধারন করার সম্ভাবনার মধ্যে রয়েছে কুষ্টিয়া। কারন শহরের সার্বিক নাগরিক পরিবেশ মোটেই স্বাস্থ্যকর নয়। শহরের পরিবেশ অপরিচ্ছন্ন।
দৈনিক কুষ্টিয়ার সাথে একাধিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে কথা হয়। তারা জানান শহরের ভেতরের বিভিন্ন স্থান তুমুল অপরিস্কার যা ডেঙ্গু ছড়ানোর জন্য যথেষ্ট।
শুধু মাইকিং করে জনগনের উপর সচেতন হবার পরামর্শ জারি করে ভাল ফল আসবে না।
Leave a Reply