December 23, 2024, 1:35 am
জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয় একটি ইজিবাইক। চক্রটি বিভিন্ন কৌশলে ইজিবাইক ও শ্যালো ইঞ্জিন চালিত যানবাহন চুরি করে আসছিল।
আজ সোমবার বিকেল ৪ টার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় এক সংবাদ সম্মেলনে ওই তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৫ জুলাই রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের মতিয়ার রহমানের ছেলে আরিফুল ইসলামের একটি নীল রঙের ইজিবাইক চুরি হয়। ওই দিন সকালে সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন আরিফুল। পরে আজ সোমবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ায় অভিযান চালিয়ে ইজিবাইকটি উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার করা হয় চোর চক্রের ৫ সদস্যকে। গ্রেফতারকৃতরা হলেন- পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার খেরকীডাঙ্গী গ্রামের আবু শামার ছেলে রাজু আহমেদ (২৯), চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে ফরিদ আলী(৩২), আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে মানিক মিয়া (২১), চুয়াডাঙ্গা পৌর এলাকার আরামপাড়ার রিয়াজ উদ্দিনের ছেলে মুকুল উদ্দিন(২৮) ও সাতগাড়ী গ্রামের মৃত গহর আলীর ছেলে আব্দুর রশিদ (৫৪)।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, চক্রটি বিভিন্ন কৌশলে ইজিবাইক ও শ্যালো ইঞ্জিন চালিত যান নসিমন, করিমন, থ্রি হুইলারসহ বাস-ট্রাক চুরি করে আসছিল। গ্রেফতার হওয়া সবাই চক্রটির সক্রিয় সদস্য। চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের আরিফুল ইসলামের অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। বিকেলে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এই চক্রের সাথে আরও অনেকেই জড়িত। চক্রের বাকী সদস্যদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।
Leave a Reply