দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/খোকসা
কুষ্টিয়ার খোকসা বাজারে এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম দ্বিগুণ বেড়ে ১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
গত সপ্তায় যেখানে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৮০ টাকা কেজি। সোমবার বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি।
বিক্রেতারা বলছেন, অতিবৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকার মরিচক্ষেত নষ্ট হয়ে গেছে। ফলে আড়তে সরবরাহ কমে যাওয়ায় খুচরা বাজারে দাম বেড়েছে।
শুধু কাঁচা মরিচ নয়, বৃষ্টিতে প্রভাব পড়েছে সবজির বাজারেও। বেশির ভাগ সবজির কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। সোমবার উপজেলার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায় কাঁচা মরিচ ও মৌসুমি সবজি বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে।
খোকসার পাইকারি পৌর কাঁচা বাজারে ঘুরে দেখা যায়, প্রতি কেজি কাঁচামরিচ ১৬০ টাকা, করোলা ৩০ টাকা, বেগুন ৩৫ টাকা, পেঁপে ২০ টাকা,মুখিকঁচু ৩০ টাকা, কাঁকরোল ৩০ টাকা, ঢেঁড়স ৩০ টাকা, পটোল ২০ টাকা, চালকুমড়া আকার ভেদে ১৫ থেকে ৩৫ টাকা, মিষ্টিকুমড়া ১৫ টাকা, লাউ আকার ভেদে ২০ থেকে ৪০ টাকা, বরবটি ২০ টাকা, চিচিঙ্গা ১০ টাকা, ওল ৪০ টাকা,শসা ২৫ টাকা,ধুন্দল ও ঝিঙা ১০ টাকা, উস্তে ৩০ টাকা ও পুঁইশাক আটি ১০ টাকা দরে বিক্রি হচ্ছে।
উপজেলার খুচরা বাজার এক্তারপুর বাজারে দেখা যায়, কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ থেকে ২০০ টাকা, করলা ৪০ টাকা, পেঁপে ২০ টাকা, কঁচু ৩০ টাকা, কাঁকরোল ৩০, ঢেঁড়স ৩০ টাকা, পটোল ২০ টাকা, চালকুমড়া আকার ভেদে ২৫ থেকে ৪০ টাকা, মিষ্টিকুমড়া ২০ টাকা, লাউ আকার ভেদে ২০ থেকে ৪০ টাকা, বরবটি ৪০ টাকা, চিচিঙ্গা ২০ টাকা, ধুন্দল ও ঝিঙা ২০ টাকা, পুঁইশাক আটি ১০ টাকা, কঁচু ৩০ টাকা,ওল ৪০ টাকা,উস্তে ৩০ টাকা, কাঁচা কলা ১৫ ও শসা ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
পৌর বাজারে সবজি বিক্রেতারা বলছেন, যেসব এলাকায় সবজি চাষ হয় এর বেশির ভাগ সবজিক্ষেতে অতিবৃষ্টি কারণে ক্ষেত নষ্ট হয়ে গেছে। ফলে আড়তে সবজি আমদানি কোমেগেছে। আর প্রভাব পড়ছে খুচরা বাজারে।