প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৫, ৭:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২১, ৮:২২ পি.এম
খোকসায় নয় ইউনিয়নে ৫ হাজার ৪’শ টিকা দেওয়া হল
হুমায়ুন কবির, খোকসা/
সারাদেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলার নয়টি ইউনিয়নের একযোগে ৫ হাজার ৪'শ করোনার টিকা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুল জামাল সহেল।
শনিবার (৭ আগষ্ট) উপজেলার ৯টি ইউনিয়নে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চিন থেকে পাওয়া টিকা কার্যক্রক চলে। প্রতিটা কেন্দ্রে ৬'শ টিকা প্রদান করা হয়।
ইউনিয়ন পর্যায়ে টিকা কার্যক্রমে অনিয়মের তেমন কোন অভিযোগ পাওয়া যায়নি।
সকাল থেকে টিকাদান কার্যক্রম সরেজমিনে পরিদর্শনে আসেন টিকা পরিদর্শন কমিটি। উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন এর সভাপতিত্বে উক্ত প্রদর্শন কমিটিতে সরেজমিন পরিদর্শনে আসেন কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল, সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার ও স্থানীয় ভলেন্টিয়ার গণ। এছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষার্থে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোঃ আশিকুর রহমান উপস্থিত ছিলেন।
দিন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল বলেন, টিকাদান কার্যক্রমের জড়িত থাকার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে সকল ব্যক্তিরা টিকা গ্রহণ করেছেন তাদের প্রতি ধন্যবাদ জানান। এবং বাকি যারা আছেন পর্যাক্রমে তাদের সকলকেই টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি