প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৮:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২১, ৭:৩০ পি.এম
অবৈধ লাটা হাম্বা তলে পড়ে শিশু নাঈমের ডান হাত পিষে গেল
হুমায়ুন কবির/
ইট ভাটা থেকে ইট টানা অবৈধ লাটা হাম্বার নিচে পড়ে শিশু নাঈম (১২) এর ডানহাত পিষে গেল। ঘটনাটি ঘটেছে শনিবার(৭ আগষ্ট) দুপুর দেড়টার সময় কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ খালপাড়া গ্রামে। কোমরভোগ গ্রামের এরফান আলীর ছেলে নাঈম (১২) বাড়ির সামনের রাস্তায় খেলছিল। বেপরোয়া গতিতে আসা অবৈধ লাটাহাম্বা ইট বোঝাই গাড়ি কিছু বোঝার আগেই গাড়িটির নিছে পড়ে। এতে লাটাহাম্বার চাকার শিশু নাঈমের ডান হাত পিষে যায়। স্থানীয় এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে খোকসা হাসপাতালে জরুরি বিভাগে আনলে কর্তব্যরত ডাক্তার কানিজ ফাতেমা উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ডাক্তার কানিজ ফাতেমা আরো জানান, শিশুটির ডানহাত সম্পূর্ণটাই গাড়ির চাকায় পিষে গেছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি