প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১২:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৬, ২০২১, ৮:৪১ পি.এম
খোকসায় এস্ট্রাজেনেকার টিকার ২য় ডোজ শনিবার থেকে দেওয়া হবে
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
সারাদেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলায় এস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা কেন্দ্র থেকে দেওয়া হবে। খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা টিকাদান কেন্দ্রে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে,
যারা পুর্বে এক ডোজ ভারতের সেরাম ইন্সটিটিউটে প্রস্তুতকৃত অক্সফোর্ড-এস্ট্রাজেনেকার "কোভিশিল্ড" ভ্যাক্সিন গ্রহণ করেছিলেন, তাদের ২য় ডোজ এসেছে। আগামীকাল (শনিবার) থেকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ভ্যাক্সিনের ২য় ডোজ প্রদান করা হবে। টিকা কেন্দ্রে যাওয়ার পূর্বে অবশ্যই টিকার কার্ড নিয়ে যাবেন। আপনাদের জন্য আলাদা বুথের ব্যবস্থা করা থাকবে। শুধুমাত্র যারা আমাদের কেন্দ্রে টিকার ১ম ডোজ নিয়েছেন তারাই ২য় ডোজ নিতে আসবেন। লাইনে/বুথে প্রবেশ করার পূর্বে অবশ্যই নিশ্চিত হয়ে নিবেন যে সেই বুথে কোভিশিল্ড ভ্যাক্সিন প্রদান করা হচ্ছে কিনা।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল সকল টিকা নেওয়া ব্যক্তিদের নিজ উদ্যোগে, নিজ দায়িত্বে টিকা বুঝে নেয়ার জন্য অনুরোধ করেছেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি