December 22, 2024, 7:08 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
একজন কিডনী রোগীকে ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তা দিয়েছে কুষ্টিয়া নাগরিক কমিটি। কমিটির পক্ষ থেকে শুক্রবার (৬ আগস্ট) রোগীর পরিবারের হাতে এ সহায়তা তুলে দেন নাগরিক কমিটির নেতৃবৃন্দ। কুষ্টিয়া নাগরিক কমিটির পক্ষ থেকে জানানো হয় ঐ রোগীর কিডনী ট্রান্সপ্লান্টের কাজে এ অর্থ ব্যয় হবে।
নাগরিক কমিটির সভাপতি, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. এসএম মুস্তানজিদ’র ব্যক্তিগত চেম্বারে উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ইসলামী বিশ্বিবিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ড. এম সেলিম তোহা, যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া সনো হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শামসুল ওয়াসে, নির্বাহী পর্ষদ সদস্য কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সহ-সভাপতি এসএম কাদেরী শাকিল, বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বজিত সাহা সন্টু ও বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান।
ইতোমধ্যে নাগরিক কমিটির পক্ষ থেকে কমিটির সভাপতি প্রফেসর ডা. এসএম মুস্তানজিদ ঐ রোগীর ঢাকাতে উন্নত চিকিৎসা ও কিডনী ট্রান্সপ্লান্টের বিষয়ে যোগাযোগ করিয়ে দিয়েছেন। বর্তমানে কুষ্টিয়ার সনো হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও কুষ্টিয়া নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ওয়াসের বিশেষ ব্যবস্থাপনায় উক্ত রোগীকে বিশেষ কমিশনে কিডনী ডায়ালিসিস চলছে।
রোগীর পরিবারের পক্ষ থেকে জাননো হয় শীঘ্রই কিডনী ট্রান্সপ্লান্টের জন্য তারা রোগীকে ঢাকা শিফট করা হবে।
Leave a Reply