জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে স্থানীয় শহীদ দিবস। ১৯৭১ সালের ৫ আগস্ট স্বাধীনতাযুদ্ধ চলাকালে দামুড়হুদা উপজেলার নাটুদহে ৮ জন বীর মুক্তিযোদ্ধা সম্মুখ সমরে শহীদ হন। স্বাধীনতা সংগ্রামের পর থেকে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে চুয়াডাঙ্গাবাসী। দিবসটি উপলক্ষে দামুড়হুদা উপজেলার জগন্নাথপুরের আটকবর স্মৃতিসৌধে স্বাস্থবিধি মেনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। আট শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসন, আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার সকালে আট শহীদ স্মৃতিসৌধে জাতীয় পতাকা, মুক্তিযোদ্ধা পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তলন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগ সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী আজগার টগর। জেলা প্রশাসনের পক্ষে মুক্তিযোদ্ধা পতাকা উত্তলন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন ও কালো পতাকা উত্তোলন করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। পরে আট শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, জেলা মহিলালীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে আট শহীদ মুক্ত মঞ্চে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এসময় তিনি বলেন, আগস্ট মাস আসলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে সারাবিশ্ব। ৫ আগষ্ট আট শহীদ বীর মুক্তিযোদ্ধারা দেশের জন্য শহীদ হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের যে সহযোগিতা করেছিল তাদের সেই সহযোগীতা কখনও ভোলার নয়। ৫, ১৫ ও ২১ আগষ্ট যে ষড়যন্ত্র হয়েছিল সেই ষড়যন্ত্র এখনও চলমান রয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করে জনগনকে বিছিন্ন করতে চেয়েছিল ষড়যন্ত্রকারীরা। তাই আমাদের সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হবে। দলের সাংগঠনিক ভিত যদি শক্ত না হয় তাহলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব নয়।
বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী আজগার টগর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু।
উল্লেখ্য, স্বাধীনতাযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ৫ আগস্ট জেলার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুরে পাকিস্তানী বাহিনীর সাথে যুদ্ধ করে সম্মুখ সমরে চুয়াডাঙ্গার ৮ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। সেখানে মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ৮ জন হলেন- আবুল কাশেম, হাসানুজ্জামান, রবিউল ইসলাম, তারেক, আফাজ উদ্দিন, কেয়ামদ্দিন, রওশন ও খোকন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি