প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৭:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২১, ৭:০২ পি.এম
কুমারখালীতে শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে জাতির পিতার জৌষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও যুবউন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র মো. সামছুজ্জামান অরুন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম এর সার্বিক তত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিব হাসান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী। অনুষ্ঠান শেষে ১২ জন যুব ঋণ গ্রহিতা যুবকদের প্রত্যেককে ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি