দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৭৪৫ জনের। এর আগের ২৪ ঘন্টায় বিভাগে ৩১ জনের মৃত্যু হয় এবং শনাক্ত হয়েছিল ৯৪৬ জন।
এই সময়ে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন—এই তিন প্রক্রিয়ায় ৩ হাজার ৩৭৮টি নমুনা পরীক্ষা করে মোট ৭৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক শূন্য ৫ শতাংশ।
গতকাল মঙ্গলবার করোনায় ৩১ জনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ৯০৬ জনের। গতকালের চেয়ে আজ ৫৩৪টি নমুনা কম পরীক্ষা হয়েছে। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ২৪ দশমিক ১৮ শতাংশ। আজ শনাক্ত রোগী ও শনাক্তের হার দুটোই কমেছে। তবে এ সময় মৃত্যুর সংখ্যা বেড়েছে।
বুধবার (০৪ আগস্ট) বিভাগীয় স্বা¯’্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বো”চ ৯ জনের মৃত্যু হয়েছে খুলনায়। এছাড়া, যশোরে সাতজন, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় ছয়জন করে, মাগুরা ও মেহেরপুরে তিনজন করে এবং ঝিনাইদহে একজন মারা গেছেন।
গত বছরের ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা শনাক্ত হয় এ বিভাগে। অদ্যাবধি আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯৬ হাজার ৮৭৬ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৫২০ জন। সু¯’ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩ হাজার ৯৬২ জন।
বিভাগের বিভিন্ন জেলার মধ্যে কুষ্টিয়াতে গত ২৪ ঘন্টায় সবচে’ বেশী ১৪৩ জন করোনা শনাক্ত হয়েছে। খুলনা জেলায় ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে, বাগেরহাটে শনাক্ত হয়েছে ৪৭ জনের, সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৪৪ জনের, যশোরে ১৫০ জন, নড়াইলে ৩৯ জন, মাগুরায় ৫৯ জন, ঝিন্ইাদহে ৭৭ জন, চুয়াডাঙায় ৪০ জন ও মেহেরপুরে ৪৩জন।
খুলনাতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ হাজার ৩৬৯ জনের। সাতক্ষিরাতে মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৮৬১ জন, বাগেরহাটে ৬ হাজার ২৪২ জন, যশোরে ১৯ হাজার ২৯৭ জন, নড়াইলে মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৩০৫ জনের, মাগুরায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৩১০ জনের, ঝিনাইদহে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৮ জন, কুষ্টিয়ায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ২৭১ জনের, চুয়াডাঙ্গায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ১৬৯ জন, মেহেরপুরে মোট শনাক্ত হয়েছে ৪ হাজার ৪৪জন।
মৃত্যু সংখ্যায় বিবাগে শীর্ষে রয়েছে খুলনা জেলা। এ জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৬৫৩ জন। দ্বিদীয় অব¯’ানে রযেছে কুষ্টিয়া। সেখানে মারা গেছে ৫৮৯ জন। এভাবে বাগেরহাটে ১২৭ জন, সাতক্ষিরায় ৮৫ জন, যশোরে ৩৬৮জন, নড়াইলে ৯৪ জন, মাগুরায় ৭৩ জন, ঝিনাইদহে ২১৪ জন, ও মেহেরপুরে ১৪৬ জন।
সু¯’তার তালিকায় খুলনাতে এ পর্যন্ত সু¯’ হয়েছেন ১৮ হাজার ৭৭০ জন, বাগেরহাটে ৫ হাজার ৬৩১ জন, সাতক্ষিরাতে ৪ হাজার ৬৩১ জন, যশোরে ১৫ হাজার ৫৩৩ জন, নড়াইলে ৩ হাজার ৩৭৫ জন, মাগুরায় ২ হাজার ১৩২ জন, ঝিনাইদহে ৪ হাজার ৮৬২ জ, কুষ্টিয়ায় ১১ হাজার ৬৩৭ জন, চুয়াডাঙায়৪ হাজার ২৭৮ জন ও মেহেরপুরে ৩ হাজার ৩১৪ জন সু¯’ হয়েছেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি