October 30, 2024, 8:02 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক ,শৈলকুপা(ঝিনাইদহ)/
ঝিনাইদহের শৈলকুপার দোহারো গ্রামের মেয়ে উন্নতি খাতুন শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পাচ্ছেন। বুধবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জাপানের টোকিও থেকে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার শহীদ শেখ কামালের জন্মদিনে উন্নতি খাতুন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পুরস্কার গ্রহণ করবেন। সাত ক্যাটাগরিতে ১০ জন ব্যক্তি ও ২ টি প্রতিষ্ঠান পুরস্কার পাবেন। পুরস্কার প্রাপ্তরা ১ লক্ষ টাকা ও সম্মাননা স্মারক পাবেন। এর মধ্যে শৈলকুপার উন্নতি খাতুন এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
এব্যাপারে উন্নতি খাতুন বলেন, কাজের স্বীকৃতি হিসাবে এ পুরস্কারে আমাকে মনোনীত করায় আমি খুশি।
উল্লেখ্য,২০১৯ সালে শৈলকুপার উন্নতি খাতুন বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে খুলনা বিভাগের হয়ে সর্বোচ্চ গোলদাতা ও সেরা ফুটবলারের পুরস্কার নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে।
Leave a Reply