প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২১, ৯:৪৫ পি.এম
খোকসায় আওয়ামী লীগ নেতাকে কে কুপিয়ে আহত
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের পূর্ব শত্রুতার জের ধরে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম (৩৫)কে প্রতিপক্ষ শোয়েব চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে বলে জানাগেছে।
আহত মনিরুল ইসলাম উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের মামুদানিপুর গ্রামের আরশেদ আলীর ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার রাত সাড়ে ৮ টার সময় জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাকের বাড়ি থেকে মনিরুল ইসলাম তার বাড়ি মাহমুদানিপুর গ্রামে যাবার পথে ফুলবাড়িয়া মোড় নামক স্থানে পূর্ব থেকে ওত পেতে থাকা শোয়েব ও তার সহযোগীরা রাতের অন্ধকারে পিছন থেকে বেধড়ক চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। মনিরুলের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক আহত মনিরুল ইসলাম কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনেন। হাসপাতালের জরুরী বিভাগে ডাক্তার সাইফুল আলম আহত মনিরুলকে চিকিৎসা দিয়ে হাসপাতলে ভর্তি রাখেন।
জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, পূর্বশত্রুতার জেরে এবং বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে অন্ত দ্বন্দ্বের বিরোধে কুষ্টিয়া কোর্টে মামলা বিচারাধীন রয়েছে। তারই জের হিসেবে আজ মনিরুল কে বেধড়ক চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান জানান, আহত মনিরুল ইসলাম কে খোকসা হাসপাতালে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। আসামি শোয়েব ও তার দল কে গ্রেপ্তার করার জন্য পুলিশি অভিযান চলছে। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি