October 30, 2024, 8:02 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে ৩৩৩ নম্বরে ফোন দিয়ে ৫০০ এর অধিক পরিবার খাদ্য সহায়তা পেয়েছেন । যারা সরাসরি খাদ্য সহায়তা নিতে পারছেন না। ৩৩৩ নম্বরে ম্যাসেজ অথবা ফোন দিলেই যাচাই করে তাদের কাছে খাদ্য সহায়তা নিয়ে হাজির হচ্ছেন ইউএনও। মঙ্গলবার বিকেলে নন্দলালপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার ১১ জনের মাঝে খাবার পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।
করোনা পরিস্থিতিতে লকডাউনে ক্ষতিগ্রস্থ উপজেলার অধিকাংশ মানুষ জেনে গেছেন ৩৩৩ নম্বরে কল করলে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। যেকারণে যারা প্রকাশ্যে সাহায্য চাইতে পারছেননা। তারা ম্যাসেজ অথবা কল দিচ্ছেন ৩৩৩ এ। নন্দলালপুর ইউনিয়নের ১১ টি পরিবার সাহায্যে চেয়ে ফোন দেন ৩৩৩ নম্বরে। এবং পরের দিন প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি আটা, ১ কেজি লবন, আধা কেজি সুজি ও ১ টা সাবান পৌঁছে দেন ইউএনও। এসময় নন্দলালপুর ইউপি চেয়ারম্যান মো. নওশের আলী সহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, হটলাইন থেকে ভুক্তভোগীদের মোবাইল নম্বর নিয়ে কল করে তাদের অবস্থা জেনে যাচাই করে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। তিনি বলেন, কুমারখালীর কয়া ও নন্দলালপুর ইউনিয়ন থেকে বেশী খাদ্য সহায়তা চেয়ে ফোন করছে। ইতিমধ্যে ৬০০ এর অধিক কল অথবা ম্যাসেজ আমরা পেয়েছি এবং ৫০০ এর অধিক পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। তিনি এই দুঃসময়ে কেউ যাতে কষ্টে না থাকেন, এ ব্যাপারে প্রশাসনকে সহায়তা করার জন্য সমাজের সবার প্রতি আহ্বান জানান। মানুষ কষ্টে আছে জানলে সঙ্গে সঙ্গে সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।
Leave a Reply