January 3, 2025, 7:18 am
জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার জীবননগরে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন।
আজ সোমবার দুপুর আড়াই টার দিকে জীবননগর উপজেলার হরিপুর গ্রামের একটি মাঠে বজ্রপাতের এ ঘটনা ঘটেছে। নিহত কৃষকের নাম আবু সুলতান (৪৮)। তিনি একই গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে। তার মরদেহ বাড়ি নিয়ে গেছে স্বজনরা।
স্থানীয়রা জানান, দুপুরে হরিপুর গ্রামের মাঠে নিজের ধানের জমিতে আগাছা পরিস্কার করছিলেন কৃষক সুলতান। এসময় বৃষ্টির সাথে শুরু হয় বজ্রপাত। হঠাৎ একটি বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। মাঠের অন্য কৃষকরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান তিনি।
সীমান্ত ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদের জানান, নিহত কৃষক সুলতানের মরদেহ বাড়ি নিয়ে গেছে তার স্বজনরা। সেখানে দাফনের প্রস্তুতি চলছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
Leave a Reply