October 30, 2024, 8:03 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। একই সাথে শনাক্ত হয়েছে ১ হাজার ৩৭৩ জন।
বিভাগে শনাক্তের সংখ্যা ৯৫ হাজার ছাড়াল। এ সময়ে সু¯’ হয়েছেন ১ হাজার ৩৯৯ জন। নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ২৭ শতাংশের বেশি।
আগের ২৪ ঘন্টায় বিভাগে ৪০ জনের মৃত্যু হয় এবং শনাক্ত হয় ৮৮০ জন।
সোমবার (০২ আগস্ট ) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য জানায়।
অধিদফতর সূত্র জানায় ২৪ ঘণ্টা সময়ে বিভাগের মধ্যে সর্বো”চ সাতজন করে মৃত্যু হয়েছে খুলনা ও কুষ্টিয়াতে। বাকিদের মধ্যে যশোর ও মেহেরপুরে তিনজন করে, মাগুরা ও ঝিনাইদহে দুজন করে, বাগেরহাট ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।
এদিকে বিভাগের ১০ জেলার সার্বিক করোনা পরিস্থিতি পর্যালেচনা করলে দেখা যায় পুরো জুলাই জুড়ে এ বিভাগে যে পরিমাণ আক্রান্ত মানুষ মারা গেছেন করোনাভাইরাসের প্রার্দুভাবের পুরো সময় জুড়ে মৃত্যুর প্রায় সমান। এখন পর্যন্ত বিভাগে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ২ হাজার ৩৮৮ জন। এর মধ্যে সদ্য শেষ হওয়া জুলাই মাসেই করোনায় মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩১৮, যা মোট মৃত্যুর অর্ধেকের বেশি। এ মাসে করোনায় গড়ে প্রতিদিন ৪৩ জনের মৃত্যু হয়েছে।
বিভাগীয় স্বা¯’্য দপ্তরের তথ্য থেকে দেখা যায়, জুন মাসের ৩০ দিনে বিভাগে করোনায় সংক্রমিত হয়ে মারা যান ৪২৫ জন। এ সময়ে করোনা শনাক্ত হন ২১ হাজার ৯৮৪ জন।
জুলাই মাসের ৩১ দিনে করোনায় মারা গেছেন ১ হাজার ৩১৮ জন। মোট মৃত্যুর ৫৫ শতাংশের বেশি মারা গেছেন জুলাইয়ে।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ১৯ মার্চ চুয়াডাঙ্গায়।
আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯৫ হাজার ১৮৫ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৪৫৪ জন। সু¯’ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ হাজার ৪৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় মোট ৪ হাজার ৯৬৯টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৩৭৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৭ দশমিক ৬৩। আগের ২৪ ঘণ্টার চেয়ে ১ হাজার ৬৬৬টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে। আগের দিন শনাক্তের হার ছিল ২৬ দশমিক ৬৪ শতাংশ।
বিভাগের জেলাগুলোর মধ্যে আজ শনাক্তের সর্বো”চ হার কুষ্টিয়ায়, ৪২ দশমিক ৬৭। আর শনাক্তের সর্বনিম্ন হার চুয়াডাঙ্গায়, ১৭ দশমিক ১২। খুলনা জেলায় শনাক্তের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে।
স্বা¯’্য অধিদপ্তর সূত্রে জানা যায়, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বো”চ ৪৮০ জন কুষ্টিয়ার। এ ছাড়া ঝিনাইদহে ১৯৪, খুলনায় ১৬৯, যশোরে ১৫৫, চুয়াডাঙ্গায় ৫৭, সাতক্ষীরায় ৭২, বাগেরহাটে ৭০, মাগুরায় ৫৯, মেহেরপুরে ৭০ এবং নড়াইলে ৪৭ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।
বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৯৫ হাজার ১৮৫ জনের। শনাক্ত বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এ জেলায় এখন পর্যন্ত ২৪ হাজার ১৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া যশোরে ১৮ হাজার ৯৮১ জনের এবং কুষ্টিয়ায় ১৪ হাজার ৮৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৪৫৪। মৃত্যুর হার ২ দশমিক ৫৮। করোনায় মারা যাওয়া সর্বশেষ ২৬ জনের মধ্যে কুষ্টিয়ায় ও খুলনায় ৭ জন করে; যশোরে ও মেহেরপুরে ৩ জন করে; মাগুরা ও ঝিনাইদহে ২ জন করে; বাগেরহাটে ও চুয়াডাঙ্গায় ১ জন করে রয়েছেন।
বিভাগে খুলনা জেলায় করোনায় সর্বো”চ ৬৩৬ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বো”চ মৃত্যু কুষ্টিয়ায় ৫৭৬ জনের। এ ছাড়া যশোরে ৩৫৪, ঝিনাইদহে ২০৯, চুয়াডাঙ্গায় ১৬৪, মেহেরপুরে ১৪০, বাগেরহাটে ১২৭, নড়াইলে ৯৪, সাতক্ষীরায় ৮৫ ও মাগুরায় ৬৯ জন মারা গেছেন।
Leave a Reply