দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,(শৈলকুপা)ঝিনাইদহ/
ঝিনাইদহের শৈলকুপায় পুলিশের উপস্থিতিতে আশরাফুল ইসলাম নামের ব্যবসায়ী ছুরিকাঘাতে আহত হয়েছে। এ ঘটনার পর শৈলকুপা থানার একএসআই, পুলিশ সদস্যসহ ৩ জনকে ঘেরাও করে এলাকাবাসী। ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে তারা।
স্থানীয়রা জানান, গত শুক্রবার বিকেলে শৈলকুপার গাড়াগঞ্জ এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে হাবিবপুর গ্রামের মজিদ শেখের ছেলে আশা ছুরিকাঘাতে আহত হয় । এঘটনায় আশার পরিবার গাড়াগঞ্জ-মহেশপুরের সজিবুল ও তার পিতা আশরাফুল সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করে।
ঘটনার পরদিন শনিবার রাত ৯ টার দিকে থানার এসআই সাজ্জাদ হোসেন সহ কয়েকজন সাদা পোষাকে বাদি পক্ষের লোকজনের সাথে অভিযুক্তদের ধরতে গাড়াগঞ্জ যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। গাড়াগঞ্জ স্ট্যান্ডে বসে থাকা আশরাফুলকে পেয়ে বাদিপক্ষের লোকজন মারধর শুরু করে। বাদিপক্ষের হাফিজুর রহমান সহ কয়েকজন আশরাফুলকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ ওঠে।
এমন ঘটনায় আশপাশের লোকজন ছুটে এসে বাঁধা দিলে এসআই সাজ্জাদ পুলিশ পরিচয় দেয়। ঘটনাস্থল থেকে অন্যরা পালিয়ে গেলেও এসআই সাজ্জাদ, কনস্টেবল রাশেদ ও হাফিজকে ঘিরে রাখে ক্ষুব্ধ এলাকাবাসী। পুলিশের উপস্থিতিতে হামলার ঘটনায় তারা বিক্ষোভ দেখাতে থাকে ।
ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধের পরে সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম ও শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে পৌঁছে আইনানুগ বাবস্থা নেওয়ার আশ্বাস দিলে এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নেয়। পরে হাফিজুর রহমান, পুলিশের এসআই সাজ্জাদ এবং কনস্টেবলকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
এ ব্যাপারে শৈলকুপা থানা ওসি জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগের ভিত্তিতে বাদীপক্ষের হাফিজ নামের একজনকে আটক করা হয়েছে, মামলা শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি