December 22, 2024, 11:47 am
মীর রিসান।
কুষ্টিয়া মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নে অজ্ঞাত লাশ।আজ রবিবার দুপুর এক ঘটিকায়। হালসা রেলওয়ে স্টেশন হতে পোড়াদহ রেলওয়ে স্টেশনের পূর্ব দিকে দুই কিলোমিটার দূরে স্থানীয় জনগণ কাঁঠাল গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পাই।এই সময় স্থানীয় জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝুলন্ত মরদেহের ছবি ছড়িয়ে দেই।আমবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মিলন হোসেন এর ছেলে এম এইচ তীব্র। এ বিষয়ে মুঠোফোনে জানান দুপুর একটার সময় স্থানীয় জনগণের মাধ্যমে অবগত হয় তাৎহ্মণিক ভাবে ঘটনাস্থল অবদা গোরস্থানে উপস্থিত হয়ে ঝুলন্ত লাশ দেখতে পাই।অজ্ঞাত লাশটির পাশে একটি স্কুল ব্যাগ ও একটি গেঞ্জি পাওয়া যায়। তবে লাশটির পরিচয় এখনো কেউ সনাক্ত করতে পারে নাই।স্থানীয় জনগণ জানান শুনশান জায়গা আশে পাশে কোনো বসতি নেই।তাই আমাদের ধারণা এটি পরিকল্পিত হত্যা।এ বিষয়ে মিরপুর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান। অজ্ঞাত লাশটি উদ্ধার এবং সনাক্তকরণের দায়িত্ব রেলওয়ে কতৃপক্ষের উপজেলা প্রসাশনের নই।
এ দিকে একই দিনে মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়ন এর গোবিন্দগুনিয়া গ্রামে জহুরুল এর কন্যা বৃষ্টি (১৮) আত্মহত্যা করেন।জহুরুল ইসলাম জানান প্রয়োজনীয় কাজ শেষে বাড়িতে ফিরে দেখি কান্নার রোল।মৃত বৃষ্টির মা জানান সকালে মেয়েকে ঘরে ডাকতে গিয়ে দেখতে পাই বাঁশের ডাবের সঙ্গের বৃষ্টির ঝুলন্ত লাশ।বৃষ্টির পরিবার জানান পারিবারিক মনেমালিন্যতাই আত্মাহত্যার কারণ।
Leave a Reply