December 22, 2024, 9:24 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘন্টার ব্যবধানে দিগুণ হয়েছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। একই সাথে বেড়েছে করোনা শনাক্তের হারও।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর বলছে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৮৮০ জন। এর আগে শনিবার (৩১ জুলাই) বিভাগে ১৯ জনের মৃত্যু এবং ৫৭১ জনের করোনা শনাক্ত হয়েছিল।
বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে যশোরে ৭ জন, খুলনায় ও ঝিনাইদহে ৫ জন করে, বাগেরহাটে তিনজন, নড়াইলে ও চুয়াডাঙ্গায় দুজন করে মারা গেছেন।
এদিকে বিভাগের ১০ জেলার সার্বিক করোনা পরিস্থিতি পর্যালেচনা করলে দেখা যায় পুরো জুলাই জুড়ে এ বিভাগে যে পরিমাণ আক্রান্ত মানুষ মারা গেছেন করোনাভাইরাসের প্রার্দুভাবের পুরো সময় জুড়ে মৃত্যুর প্রায় সমান। এখন পর্যন্ত বিভাগে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ২ হাজার ৩৮৮ জন। এর মধ্যে সদ্য শেষ হওয়া জুলাই মাসেই করোনায় মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩১৮, যা মোট মৃত্যুর অর্ধেকের বেশি। এ মাসে করোনায় গড়ে প্রতিদিন ৪৩ জনের মৃত্যু হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য থেকে দেখা যায়, জুন মাসের ৩০ দিনে বিভাগে করোনায় সংক্রমিত হয়ে মারা যান ৪২৫ জন। এ সময়ে করোনা শনাক্ত হন ২১ হাজার ৯৮৪ জন।
জুলাই মাসের ৩১ দিনে করোনায় মারা গেছেন ১ হাজার ৩১৮ জন। মোট মৃত্যুর ৫৫ শতাংশের বেশি মারা গেছেন জুলাইয়ে।
এদিকে ২৪ ঘন্টায় আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে খুলনা। এই সময়ে সেখানে আক্রান্ত শনাক্ত হযেছে ১৮৯ জনের। কুষ্টিয়ায় শনাক্ত হযেছে ১৮১ জন। বাগেরহাটে ৮৯ জন, সাতক্ষিরাতে ৮২ জন, যশোরে ৮৬ জন, নড়াইলে ৩৮ জন, মাগুরায় ৪৪ জন, ঝিণাইদহে ৮৫ জন, চুয়াডাঙায় ৫২ জন, মেহেরপুরে ৩৪ জন।
খুলনা জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২৩ হাজার ৯৬৫ জন এবং সেখানে মারা গেছেন ৬২৯ জন, বাগেরহাটে মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৭১ জনের এবং মারা গেছেন ১২৬ জন, সাতক্ষীরায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ৭০৪ জন এবং মারা গেছেন ৮৫ জন। যশোরে মোট করোনা শনাক্ত হয়েছেন ১৮ হাজার ৮২৬ জন এবং মোট মারা গেছেন ৩৫১ জন। নড়াইলে মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ১৪২ জনের এবং মারা গেছেন ৯৪ জন। মাগুরায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ১২৫ জনের এবং মারা গেছেন ৬৭ জন। ঝিনাইদহে মোট করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৬৫৪ জন এবং মারা গেছেন ২০৭ জন।
কুষ্টিয়ায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৪১৫ জনের এবং মারা গেছেন ৫৬৯ জন। চুয়াডাঙ্গায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৪৬ জন এবং মারা গেছেন ১৬৩ জন। মেহেরপুরে মোট শনাক্ত হয়েছে ৩ হাজার ৮৬৪ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৭ জন।
খুলনা বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।
সংক্রমণের পর থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯৩ হাজার ৮১২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৪২৮ জন।
এই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ হাজার ৯৫ জন।
।
Leave a Reply