December 22, 2024, 9:07 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৪জনের করোনা পজেটিভ ও ৪ জনের করোনা উপসর্গ ছিল।
এই সময়ে ৫৩৩টি নমুনা পরীক্ষায় ১৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক শুণ্য ৯৫ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয় ৩ জনের। এই সময়ে ১৩২টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ২৮ দশমিক শুণ্য ৩ শতাংশ।
শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। এই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ২০৮ জন।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মোমেন এ তথ্য জানান।
তিনি বলেন, করোনায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতাল ও অন্যান্য স্বাস্ত্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা শুক্রবার দিনের বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হন।
আব্দুল মোমেন জানান, বর্তমানে হাসপাতালে ২৫০ জন রোগী ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন দুই হাজার ৮১৮ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪১৬ জন এবং মারা গেছেন ৫৫৩ জন।
তিনি জানান কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে শুধু জুলাই মাসে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩১০জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৯৪ মোট ৪০৪জন।
এদিকে, ১৪ দিনের লকডাউনের ৯ম দিন চলছে। শহরের প্রবেশ পথগুলোতে পুলিশ চেকপোষ্ট বসিয়ে মানুষকে বাধা দেয়ার চেষ্টা অবাহত রেখেছে।
প্রশাসনের নির্দেশ অনুযায়ী জেলার কাঁচা বাজারগুলো সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে।
Leave a Reply