December 23, 2024, 12:19 am
আব্দুল আলিম ভেড়ামারা/
কুষ্টিয়ার ভেড়ামারার ধরমপুর ইউনিয়নের কাজিহাটা শাহ্ পাড়ায় পূর্বশত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার চিহ্নিত দূর্বৃত্তদের বেধড়ক হামলায় আতর আলী আহত হওয়ার কারনে থানায় মামলা দায়েরের পরও মামলার এজাহার নামীয় আসামিরা গ্রেপ্তার না হওয়ায় তারা মামলার বাদি (আহতাবস্থায় চিকিৎসাধীন আতর আলী’র ছেলে দেলোয়ার হোসেন) সহ অন্যান্য আত্মীয়স্বজনদের মারপিট ও জীবননাশের হুমকি দিয়ে দীর্ঘদিন তাদের বাড়িছাড়া করে রেখেছে। মামলার বাদি দেলোয়ার হোসেনসহ বাড়িছাড়া অন্যান্য সবাই এব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের দৃঢ় হস্তক্ষেপ কামনা করে তাদের নিরাপত্তা ও আসামিদের গ্রেপ্তারসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।
ভেড়ামারা থানায় দায়েরকৃত এজাহার (মামলা নং-৯, তারিখঃ ২৬/০৭/২০২১ইং) ও ঐ এলাকার দায়িত্বশীল একাধিক সূত্রে জানা গেছে, মূলতঃ পূর্বশত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কাজিহাটা শাহ্ পাড়ার তুফান আলী ও তার সঙ্গীরা গত ১৬ই জুলাই সকালে কাজিহাটা বাজারে যাওয়ার পথে একই এলাকার মৃতঃ আকুল শাহ্’র ছেলে আতর আলী (৬২)’র উপর চড়াও হয়ে তাকে বেপরোয়া ভাবে মারপিট করে রক্তাক্ত জখম করে। মারাত্মক আহতাবস্থায় আতর আলী এখনও চিকিৎসাধীন আছেন। এব্যাপারে ভেড়ামারা থানায় এজাহার দায়েরের পর থেকেই মামলার এজাহার নামীয় আসামিরা বাদিসহ তার নিকটাত্মীয়দের মারপিট ও জীবননাশের হুমকি দিয়ে বাড়িছাড়া করে রেখেছে। প্রতিদিন রাতেই আসামীরা বাড়িবাড়ি গিয়ে বাদিসহ তার লোকজনের খোঁজ নিয়ে সবাইকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে, সারারাতোবধি আসামিরা সবার বাড়িতে ইটপাটকেল ছুঁড়ে ভীতির সঞ্চার করছে। উল্লেখ্য, আতর আলীর উপর বর্বরোচিত হামলার কয়েকদিন আগে আসামিরা আতর আলীসহ তার আত্মীয়স্বজনদের জমিতে লাগানো বিভিন্ন ধরনের গাছ কেটে ফেলে। এবিষয়ে ভেড়ামারা থানায় শালিসি বৈঠক হওয়ার দিনই আতর আলীর উপর পরিকল্পিত হামলা চালিয়ে তাকে মারাত্মকভাবে আহত করে চিহ্নিত ঐ দূর্বৃত্তরা।
Leave a Reply