November 2, 2024, 6:32 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
করোনা ডেডিকেটেড ঘোষিত ২৫০-শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ব্যবহৃত ৩৪টি হাই ফ্লো নাজাল ক্যানুলার ১২টি অকেজো হয়ে গেছে। এর মধ্যে সরকারী অনুদানের রয়েছে ৩টি। বাঁকি ৯টি বেসরকারী অনুদানে পাওয়া। কিন্তু হাসপাতালের কোনা অর্থ না থাকায় মেরামতের কোন উদ্যোগ নিতে পারছে না হাসপাতাল কতৃপক্ষ। অপেক্ষা করা হচ্ছে ব্যক্তি সহায়তার জন্য। ইতোমধ্যে কয়েকজন সাড়া দিয়েছেন বলে জানা গেছে।
এদিকে হাসপাতাল কতৃপক্ষ বলছেন ১৬ হাই ফ্লো নাজাল ক্যানুলা দিয়ে তারা কাজ চালাচ্ছেন। তাদের হাতে আরও ৬টি ইনটেক হাই ফ্লো নাজাল ক্যানুলা রয়েছে। রোগীর চাপ বাড়লে সেগুলো দ্রæততার সাথে কাজে লাগানো হবে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. আব্দুল মোমেন জানান বিগত কয়েক সপ্তাহের অতিরিক্ত চাহিদার বিপরীতে ব্যবহার করতে যেয়ে এগুলোতে সমস্যা দেখা দেয়।
তিনি জানান হাসপাতালে সরকারিভাবে অনুদান দেয়া ১৪টি হাই ফ্লো নাজাল ক্যানুলা রয়েছে আর বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ দিয়েছেন আরও ২০টি। এর মধ্যে ২৮টি ব্যবহার করা হচ্ছিল। বাকিগুলো স্টকে রাখা হয়েছে।
তিনি জানান গত কয়েক দিনে ১২টিতে বিভিন্ন রকম ছোট-খাট সমস্যা দেখা দেয়ায় সেগুলো ব্যবহার করা হচ্ছে না।
ডা. আব্দুল মোমেন জানান সরকারী তিনটি মেরামতের জন্য ঢাকাতে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ নিশ্চিত হলেই সেগুলো মেরামত করা হবে। অন্যদিকে বাঁকি ৯টি যেসকল ব্যক্তি প্রতিষ্ঠান থেকে অনুদান এসেছিল সেখানে ছাড়াও আরো কয়েক জায়গায় যোগাযোহ করা হচ্ছে।
এগুলো মেরামতে ৫/৬ লক্ষ টাকার প্রয়োজন বলে তিনি জানান।
“ইতোমধ্যে কয়েকজন সাড়া দিয়েছেন। আশা করছি শীঘ্রই এগুলো মেরামত হয়ে যাবে,” জানান ডা. মোমেন।
এ বিষয়ে কথা বলেছেন ডা. নাসিমুল বারী বাপ্পী। তিনিও ব্যক্তি সহায়তা অনুসন্ধান করে চলেছেন। জানান কয়েকজন সাড়া দিয়েছেন। ইতোমধ্যে মেরামতকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হচ্ছে। তিনি জানান বিভিন্ন কম্পানীর ক্যানুলা হবার কারনে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগোযোগ করতে হচ্ছে।
হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে সেখানে ২১২ জন করোনা রোগী ভর্তি আছেন। এর মধ্যে ১৫৯ জন আছেন করোনা শনাক্ত রোগী এবং বাঁকি ৫৩ জন ভর্তি আছেন করোনা উপসর্গ নিয়ে।
Leave a Reply